দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ১টি কাঁচা রাস্তা পাকা করন ও নব নির্মিত হাই স্কুল ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামের প্রায় ১কিঃমিঃ দীর্ঘ ১টি কাঁচা রাস্তা পাকা করন কাজের ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ উচ্চ বিদ্যালয়ের ১টি নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন দেলদুয়ার-নাগরপুর (টাঙ্গাইল-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু (এমপি)।
সংসদ সদস্য এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদেশ ব্যাপী ব্যাপক উন্নয়ন পরিকল্পনার আওতাভুক্ত এই কাজ। এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী, উপজেলা প্রকৌশলী (এলজিডি) মো. আব্দুল বাসেত, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা প্রমূখসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।