দেলদুয়ারে শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দিরের দান বাক্স চুরি, গ্রেফতার ১

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দির(ইস্কন) এর দান বাক্স চুরি ঘটনায় দেলদুয়ার থানা পুলিশ নগদ অর্থসহ একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৫ মে) দুপুরে দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে এলাকাবাসী ও দেলদুয়ার থানা পুলিশের সহযোগীতায় একজনকে গ্রেফতার করা হয়।

জানাযায়, সোমবার সকালে মন্দিরের পুরোহিত বাহিরে গেলে ছানা উল্লাহ (২২) মন্দিরের দান বাক্স ভেঙ্গে নগদ অর্থ লুট করে। পরে মন্দিরের পুরোহিত দান বাক্স ভাঙ্গা দেখলে মন্দিরের সভাপতিকে অবহত করেন। সভাপতি ও অন্যান্য সদস্যরা এসে মন্দিরে থাকা সিসিটিবির ফুটেজ দেখেন এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে সনাক্ত করে। মন্দির কতৃপক্ষ বিষয়টি দেলদুয়ার থানায় জানান।

পরে দেলদুয়ার থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় পাথরাইল বাজারে ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে নগদ অর্থসহ আটক করেন। আটককৃত ব্যক্তি হলো পাথরাইল ইউনিয়নের নলুয়া দক্ষিনপাড়ার আবু সাইদের ছেলে ছানা উল্লাহ(২২)। এ বিষয়ে মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র বসাক বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা প্রক্রিয়াধীন ।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃদা বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র বসাক বাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন।

যুগধারা ডট টিভি/অন্তু