দেশের মানুষের ভোটের অধিকার নেই – জাপার জহির

Spread the love

মির্জাপুর প্রতিনিধি ঃ দেশের মানুষের ভোটের অধিকার নেই, মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে পারে না। টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থাপনা বহাল এর দাবীতে ও দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (০২ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় পার্টির প্রতিটি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা মির্জাপুর প্রেসক্লাবে এসে হাজির হয় এবং দুপুর ১২ টায় পৌরসদরের মেইন রোড পদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির। তিনি বলেন, বর্তমান দেশের ভোটের রাজনৈতি নেই, মানুষের ভোটের অধিকার নেই, দ্রব্যমূল্য উর্ধ্বগতির কথা, সামনে দুর্ভিক্ষের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, গাইবান্ধার নির্বাচনের নিয়ে নিশি রাতের ভোট চোরির কথা, ইসি সরকারের প্রতিনিধি বলে উল্লেখ করেন। টাঙ্গাইল- ০৭ আসনে তার উপনির্বাচনে ভোট জালিয়াতির কথা, ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়ার কথা বলেন। বর্তমানে বিদ্যুৎ বিলের দাম, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করেন এবং উপজেলার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা বহালের জন্য দাবি জানান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কসেম, সহ সভাপতি সিবার উদ্দিন, পৌর শাখার সভাপতি এ্যাড. সাঈদ আনোয়ার ও সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশীদ, উপজেরলা ছাত্রসমাজের শরিফুল সিকদার সুজনসহ সহ¯্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।