ধনবাড়ী প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭ হাজার ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসে আয়োজনে এসব বীজ-সার বিতরণ করা হয়। বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়মী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিাযোদ্ধা শামছুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানসহ অনেকে।
কৃষক ওয়াহেজ আলী বলেন, ‘বিনামূল্যে বীজ-সার পেয়ে খুবই উপকার হল। এতে করে কৃষকদের ফসল উৎপাদনে আরও আগ্রহ বাড়বে। উপজেলা কৃষি অফিস থেকে আমাদের নানা পরামর্শ দিয়ে থাকে।’
উপজেলা কৃষি বিভাগের সূত্র মতে, প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৪০০ জন কৃষকে বিনামূল্যে হাই ব্রিড জাতের ধান ২ কেজি, উফশী ৫ কেজি, পটাশ ও ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।