ধনবাড়ীতে পরকীয়ার বলী প্রবাসীর স্ত্রী

Spread the love

সৈয়দ সাজন আহমেদ রাজু :

টাঙ্গাইলের ধনবাড়ীতে গলায় শাড়ি কাপড় পেঁচিয়ে জেসমিন আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

নিহত পরকীয়া প্রেমের বিষয়টি জানাজানি হলে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

গত শনিবার রাতে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নেটামশরা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ধনবাড়ী থানা-পুলিশ লাশ উদ্ধার করে। জেসমিন ওই এলাকার মালয়েশিয়ান প্রবাসী মো. জয়নাল আবেদীনের স্ত্রী। তাদের ঘরে চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের বাবা মোঃ হুরমুজ আলী ও মামা হাফেজ মোঃ শফিকুল ইসলাম বলেন, সাত বছর আগে একই এলাকার মো. জয়নাল আবেদীনের সঙ্গে জেসমিনের পারিবারিক ভাবে বিয়ে হয়। পরবর্তীতে জয়নাল মালয়েশিয়ায় চলে গেলে পাশের এলাকার বাছেদ আকন্দ তাকে ফাঁদে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পরকীয়ায় বাঁধ্য করে।

তাঁরা অভিযোগ করে আরও বলেন, বাছেদের স্ত্রী মুক্তা বেগম বিষয়টি জানতে পেরে সপ্তাহ খানেক আগে বাড়িতে এসে জেসমিনকে প্রহার করে। এলাকায় বিষয়টি জানাজানি হলে লোকলাজ্জায় জেসমিন নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে বাছেদের পরিবার পলাতক।

ধনবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘মরদেহটি রোববার (১৮ জুন) ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’