ধনবাড়ীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Spread the love

মধুপুর প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২ নরিল্যা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার বেলা ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সভাপতি আলহাজ হারুনার রশিদ হীরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। আরো উপস্থিত ছিলেন সম্মানিত বিশেষ অতিথি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন, বিশেষ অতিথি মীর ফারুক আহমেদ, সভাপতি, ধনবাড়ী উপজেলা আ’লীগ, ধনবাড়ী পৌর মেয়র কামরুজ্জামান বকুল প্রমূখ। অতিথিবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট দুই পক্ষের খেলা সুন্দর পরিবেশে উপভোগ করেন। এ সময়ে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে মুহাম্মদ ফরহাদ হোসেন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ব্যস্থাপনা বিভাগ, প্রভাষক মো. লিটন মিয়া, ইতিহাস বিভাগের প্রভাষক মো. শহীদুল্লাহ, সমাজকর্মের প্রভাষক মো. আবু বকর সিদ্দিকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. ময়েন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।