ধনবাড়ীতে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ২

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার (৫ জুলাই) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়কের উপ‌জেলার ছাত্তারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জামা‌লপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দি‌নের ছে‌লে আব্দুল হা‌লিম (৩২) ও একই উপ‌জেলার ডোয়াইল গ্রা‌মের ম‌জিবর রহমা‌নের ছে‌লে ওয়াজেদ (৪০)।

ধনবা‌ড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ইদ্রিস আলী বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি ধনবাড়ী থেকে মধুপুরের দিকে যাচ্ছিলো। পথে ছাত্তারকান্দি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায়। আহত হয় আরো চারজন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ধনবা‌ড়ী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আল আমিন ব‌লেন, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতা‌লে আনা হয়। এদের ম‌ধ্যে তিনজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

যুগধারা ডট টিভি/অন্তুু দাস