ধনবাড়ী প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী মোড় থেকে বাজিতপুর (শ্যামলার চর) দক্ষিণপাড়া মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা হয়ে পড়েছে। বর্তমানে বৃষ্টিতে সড়কে হাটু পানি জমে আছে যেন দেখার কেউ নেই! এতে চরম দুভোর্গে পড়েছে এলাকার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ রাস্তা দিয়ে প্রতিদিন সহ¯্রাধিক লোক যাতায়াত করে। ট্রাক, সিএনজি, লেগুনা, নছিমন, করিমন, ভ্যান-রিকশা, অটো-রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এ রাস্তাটির বেহাল দশা থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুণ।
কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়ামনি, সাইদুর, তানজিল সহ আরো অনেকে জানান, বৃষ্টির দিনে রাস্তাটি কদর্মাক্ত হয়ে ভ্যান-রিকশা তো দূরের কথা খালি পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে। তাই তাদের দাবি রাস্তাটি দ্রুত পাকা করা হোক।
পথচারী সাইদুর রহমান,শফিকুল ইসলাম,সিরাজ ও ফজলুল হক সহ এলাকাবাসী জানান, তারা দীঘির্দন ধরে শুনছেন সড়কটি পাকা হবে, কিন্তু এখনো হয়নি। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন প্রায় ৮ কিলোমিটার ঘুরে রাজার হাট অথবা বানিয়াজান বাসস্ট্যান্ড হয়ে ধনবাড়ী শহরে যেতে হয়। এতে যাতায়াত ভাড়া ও সময় লাগে দ্বিগুন।
বর্তমানে বৃষ্টির কারণে সড়কে পানি জমে বেহাল অবস্থায় পড়ে আছে যেন দেখার কেউ নেই! কোন মেম্বার বা চেয়ারম্যান খবর নিচ্ছে না। তাদের ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তটি যাতে পাকা করা হয় সেজন্য মধুপুর-ধনবাড়ী আসনের স্থানীয় সংদ সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে বীরতারা ইউপি চেয়ারম্যান আহমদ আল ফরিদ বলেন, আমি কিছুদিন পূর্বে বাজিতপুর (শ্যামলার চর) দক্ষিণপাড়া মোড়ে ওই সড়কের নিচু জায়গায় মাটি দিয়ে উঁচু করার জন্য আমি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল্যা আল মামুন ফরিদ ও আরো ইউপি সদস্য সহ মাটি দিতে গেলে স্থানীয় হুদল, রমজান, লিটু সহ আরো কিছু লোকজন বাঁধা প্রদান করে। তাই সেখানে আর মাটি দেয়া হয় নাই। তবে, যদি কোন প্রকল্প আসে তাহলে সেখানে মাটি দিয়ে উঁচু করে দেয়া হবে।
যুগধারা ডট টিভি/অন্তু