নতুন করে সাড়া ফেলছে এস রুহুলের মৌলিক গান ‘তালা’

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ সব দরজায় তালা আমার/সব দরজায় তালা/আমায় দেখলে সবাই কেমন/মুখটা করে কালা/আমি নাকি মানুষ ভালোনা। এস রুহুলের তালা শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশের পর পরই গানটি দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে। এস রুহুল গানের ভুবনে পরিচিত মুখ। ফোক গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তালা গানটির মধ্যে দিয়ে দর্শক এস রুহুলকে নতুন করে চিনল। বেশ কিছুদিন আগে প্রকাশিত এই গানটি এখন গানপাগল মানুষের মুখে মুখে। গানটি প্রকাশিত পেইজ ইতিমধ্যে ২০০ অধিক শেয়ার হয়েছে। ভক্তরা এই গানটি খালি গলায় গেয়ে শিল্পীর ফেইজবুক ম্যাসেনজারে ও হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। শ্রোতানন্দিত গানগুলোর সৃষ্টির পেছনের গল্প যেমন অতুলনীয় তেমনই হৃদয়ঘনিষ্ট। প্রসেনজিৎ ওঝার কথায় তালা গানটি সুর করেছেন এস রুহুল নিজেই। শোভন রায়ের সংগীতায়োজনে এক অনবদ্য সৃষ্টি। গানটি গেয়ে প্রশংসায় ভাসছে এস রুহুল। গানটির ভিডিও স্ক্রিনপ্লেতে মডেল হয়েছেন শ্রাবন্তী সেলিনা ও শিল্পী নিজেই। মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেল স্টুডিও প্রোটিউনবিডি থেকে প্রকাশিত হয়েছে। এ সময়ের তরুণদের আইকন জনপ্রিয় সুরকার ও শিল্পী এস রুহুল বলেন, নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি। আগের গান গুলোর চেয়ে এই গানটি একটু ভিন্ন। আমার সকল কাজ আমি যতœ নিয়ে করি। আমার বিশ^াস ছিলো গানটি দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে। গানটি নিয়ে যেভাবে সাড়া পাচ্ছি, আমি সত্যি মুগ্ধ। অনেক দিন পরে হলেও গান পিপাসুদের মনের মতো একটি গান উপহার দিতে পেরেছি। তিনি আরও বলেন, গানটি শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব অ্যাপ, স্পটিফাই, ডিজার, বিলিভ মিউজিক, আমাজন প্রাইম মিউজিক ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।