নাগরপুরে অশ্রুসিক্তে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আখতাড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী (৭৮) গতকাল বুধবার (৮ই মার্চ) বার্ধক্য জনিত কারণে ঢাকাস্থ বাসভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরে রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়স্বজন। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়