নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

Spread the love

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুর পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে বিডিক্লিন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে পুকুর পরিস্কার অভিযান-২০২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাত নোমান। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিডিক্লিন টাঙ্গাইল জেলা শাখার বাস্তবায়নে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

বিডিক্লিন টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক মির্জা মো. মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, টাঙ্গাইল জেলা- উপজেলার বিডিক্লিনের অন্যান্য নেতৃবৃন্দরা।

দিনব্যাপী অভিযানে নাগরপুর উপজেলা পরিষদের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বিডি ক্লিনের অর্ধশতাদিক স্বেচ্ছাসেবী সদস্য অংশ নিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাত নোমান বলেন, বিডি ক্লিন বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে পরিচ্ছন্ন কাজ চলমান থাকবে।

উল্লেখ্য,এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্বরে অবস্থিত পুকুর পরিচ্ছন্ন কর্মকান্ড শুরু করেছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থাকা খাল ও ডোবা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হবে। পরিচ্ছন্নতার এ মহা কর্মযজ্ঞে সকলের সহযোগীতা কামনা করি।