নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নিজেকে সমন্বয়ক দাবী করা মাহির ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মাহিরে’র মা শামীমা আক্তারে’র দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মাহির এলাকার বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। বিভিন্ন এলাকায় গিয়ে মারামারিও করে এবং গত ২৪ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে। মাহিরে’র মা এসব করতে বাঁধা দিলে সে উত্তেজিত হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নিজের মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে খুন করার উদ্দেশ্য হাতের কাছে থাকা কাঠের চলা দিয়ে তার মায়ের শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে এবং পরে ঘরে থাকা বটি দা নিয়ে খুন করতে গেলে ভয়ে দৌড়ে অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে মাহিরে’র মা নিজে বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অন্যদিকে মাহির নিজেকে নাগরপুরে’র সমন্বয়ক দাবী করে সদর বাস স্ট্যান্ডে’র কলা ব্যবসায়ী মো. শুভ মিয়া’র (১৭) কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। শুভ চাঁদা দিতে রাজি না হওয়ায় মাহির ছাত্র ছাত্রী নিয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবে বলে হুমকি দেয় এবং তাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারে। একপর্যায়ে কলা কাটার কাস্তে দিয়ে শুভ’র কপালে রক্তাক্ত জখম করে এবং পরবর্তীতে আহত শুভ’র ভাই সবুজ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে বলে জানা যায়।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন মাহির ফয়সাল নেশাগ্রস্ত হয়ে তার মাকে মারধর করেন এবং সে নাগরপুর বাস স্ট্যান্ডের কলা ব্যবসায়ী শুভ মিয়া’র নিকট সমন্বয়ক পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করে। শুভ চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে কাস্তে দিয়ে গুরতর জখম করে। এমতাবস্থায় মাহিরে’র মা শামীমা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মাহির ফয়সালকে গ্রেফতার করে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।