নাগরপুর প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা’২২ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নাগরপুর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল হতেই নাগরপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবক সহ পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে থাকে। প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কিশালয় কিন্ডার গার্টেন এর পরিচালক শম্ভুনাথ সাহা, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সানিডেল কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ আনিসুর রহমান, কেন্দ্র সচিব মো.হাবিবুর রহমান, সদস্য মিজানুর রহমান প্রমূখ এর উপস্থিতিতে পরীক্ষা শুরু হয়। এ সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি শম্ভুনাথ সাহা সকলের উদ্দেশ্যে বলেন-আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আজকের এই বৃত্তি পরীক্ষা নিতে যাচ্ছি। বিশেষভাবে উল্লেখ করছি, রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী নিয়ে আমরা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছি এবং অত্যন্ত সুষ্ঠুভাবে ও নিরাপত্তার সহিত পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, সকাল ১১ ঘটিকা হতে দুপুর ১টা পর্যন্ত অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এ পরিক্ষায় বিভিন্ন ক্লাসের মোট ৫০২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।