নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর থানা প্রাঙ্গণে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
বুধবার রাতে নাগরপুর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদ্য-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, জেলা ক্রাইম এন্ড অবস্ পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) মো. শরফুউদ্দীন আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। উদ্ধোধনী টুর্নামেন্টে নাগরপুর থানা ও আমন্ত্রিত খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন।