নাগরপুর বেকড়া  ইউনিয়ন আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেকড়া আটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু পরিতোষ কুমার তরফদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম। 

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:কুদরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বিএমএম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ২০৪১সালের মধ্যে স্মার্ট  বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পুন:রায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দপ্তিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক খোরশেদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।