টাঙ্গাইল প্রতিনিধি : বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরি গ্রামের ইকরামুল হক সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)।
একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আশুলিয়ার বাইপেল এলাকায় পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত ধনবাড়ী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও পোশাককর্মী বিপ্লবের কবর জিয়ারত করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ ও পোশাককর্মী বিপ্লবের কবর জিয়ারত শেষে তাদের প্রত্যেক পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে।
এছাড়াও আন্দোলনে অংশ নেওয়া টাঙ্গাইল-১ ধনবাড়ী ও মধুপুর উপজেলা সংসদীয় আসনের আহত সকল ছাত্র-জনতার বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাতসহ তাদের চিকিৎসা ব্যয়বহনের ঘোষণা দেন।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম ও টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বুয়েটের শিক্ষার্থী আব্দুল্লাহ নূর তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইকরামুল হক সাজিদ রাজধানীর অদূরে সাভারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্ট ও ইনফরমেশন সাইন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ছাত্র। গত ৪ আগস্ট ইকরামুল রাজধানীর মিরপুরে কোটা বিরোধী আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ১৪ আগস্ট দুপুর ২ টায় পর রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বৃহস্পতিবার ১৫ আগস্ট সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।