পকেটে গাঁজা দিয়ে পুলিশে দেয়ার হুমকি

Spread the love

স্টাফ রিপোর্টার :

ঘাটাইলে এক ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় ‘পকেটে গাঁজা দিয়ে ফাঁসানো’সহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম আ. রাজ্জাক। তিনি লক্ষিন্দর ইউনিয়নের ৮নং বেইলা ওয়ার্ডের মেম্বার। এ বিষয়ে লক্ষিন্দর গ্রামের ভুক্তভোগী হাসাল আলী ভূঁইয়া নিজের নিরাপত্তা চেয়ে সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ওই ইউপি সদস্য সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় লাগানো একটি মেহগনি গাছ কেটে নিজের কাছে রাখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ভুক্তভোগী হাসান আলী সাংবাদিকদের কাছে মেম্বার কর্তৃক গাছ কাটার বক্তব্য দেন। 

এতে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে গত শনিবার (৮ জুলাই) রাতে হাসান আলীকে প্রাণনাশের হুমকি দেন। তা ছাড়া হাসান আলীর ‘পকেটে গাঁজা গুঁজে দিয়ে’ পুলিশে দেয়ার হুমকিও দেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আ. রাজ্জাক মিয়া বলেন, গাছ কাটার সময় সেখানে আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরো অনেকেই ছিলেন। আমার একার নাম বলায় দু-এক কথা বলেছি। কোনো খারাপ আচরণ করিনি। 

সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।