যুগধারা ডেস্ক :
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। তাই চলমান তীব্র গরমেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পারে নবান্ন।
সোমবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। করোনা নতুন করে ফিরে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের ওপর জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার একগুচ্ছ বিধিনিষেধ সম্বলিত নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। প্রাথমিকভাবে সরকারি অফিসে এই বিধিনিষেধ কার্যকর হবে। সেই বিধির মধ্যে থাকবে নিয়মিত মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার। পাশাপাশি থার্মাল গান ব্যবহারে জোর দেওয়া হবে।
এ ছাড়া গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলোতে করোনা বিধি জারি করা যায় কি না তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। পৌরসভাগুলোকে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ছিল। গত ১৩ এপ্রিল কলকাতায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা যান। ভারতেও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য গত ১৩ এপিল জানিয়েছিলেন আগামী আট থেকে দশ দিন করোনা ধাপে ধাপে বাড়বে। পরে তা কমবে।
এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
সূত্র : হিন্দুস্তান টাইমস
যুগধারা ডট টিভি/অন্তু