পাওনা টাকার ফেরত পাওয়ার দাবীতে বাবুর্চী জাহিদ কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইংরেজী বিভাগের কর্মরত মো: মুজাম্মেল হোসাইন পাওনা টাকা ফেরত পাওয়ার দাবীতে গেস্ট হাউজে কর্মরত থাকাকালীন সময়ে একই অফিসের বাবুর্চী মো: জাহিদ কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মো: মুজাম্মেল হোসাইন অভিযোগ করে বলেন, বাবুর্চী জাহিদ কাজী তার ব্যক্তিগত প্রয়োজনে আমার নিকট থেকে সোনালী ব্যাংক লিমিটেড মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৭১৭৯৯৮৩ নং চেকের মাধ্যমে ৩লক্ষ টাকা, ৯৪৫৬২৬৯নং চেকের মাধ্যমে ৫০হাজার টাকা, ৩জন স্বাক্ষীর সম্মুখে একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে আরও ১লক্ষ ৫০হাজার টাকা, সর্বমোট ৫লক্ষ টাকা আমার নিকট থেকে ঋণ হিসেবে গ্রহন করে। পরবর্তীতে আমি তাকে সময় মতো টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে কাল ক্ষেপন করে আসছে। এ ব্যাপারে আদালতে তার বিরুদ্ধে চেক ডিজঅর্নারের মামলা দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ শাস্তির রায় প্রদান করেন। আসামী পলাতক থাকার পর দির্ঘদিন পরে দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে গত ২২ অক্টোবর অফিসে হামলা চালায় এবং আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি তার ভয়ে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।

এব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার র‌্যাব-১৪, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানা ওসি বরাবর আবেদন দিয়েছেন বলে জানান। পাওনা টাকা উদ্ধারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে বাবুর্চী মো: জাহিদ কাজীকে গ্রেফতার করে আইনের আশ্রায় এনে টাকা উদ্ধারসহ তার শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।