পূর্বাকাশ পত্রিকার সংবাদদাতাদের বার্ষিক সম্মিলন

Spread the love

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের পাঠকনন্দিত সাতদিনের খবরের কাগজ পূর্বাকাশ পত্রিকার সংবাদদাতাদের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) পূর্বাকাশ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্বাকাশ-এর সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মাহমুদ কামাল, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক দেবাশীষ দেব, লেখক সালেহ আহমাদ, দৈনিক যুগধারার সম্পাদক সরকার হাবিব ও অ্যাডভোকেট আবু রায়হান খান।

বার্তা সম্পাদক রাশেদ রহমানের সঞ্চালনায় সম্মিলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অরণ্য ইমতিয়াজ, মুসলিম উদ্দিন আহমেদ, কাশীনাথ মজুমদার পিংকু, মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মালেক আদনান, আমিনুর রহমান খান, তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।