সুলতান কবির :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি রেলসেতুর নিচে বংশাই নদী থেকে অবৈধভাবে সরকারের রাষ্ট্রীয় সম্পদ বালু কেটে বিক্রি করছে একদল ভূমিদুস্য।
এই অবৈধভাবে বালু কাটার ফলে কোটি টাকায় নির্মিত ও জনগুরত্বপুর্ন এলেঙ্গা রেলসেতু পৌলি ব্রিজ ও শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।
নাম গোপন করে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কাছে জানিয়েও কোন সুরাহা হচ্ছেনা। তবে এই অবৈধ বালু কাটায় তাদের অভিযোগ প্রশাসনের সাথে আতাঁত করেই সেতুর নিচ থেকে বালু কেটে বিক্রি করছে ওই মহলটি।
সরেজমিনে, পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌলি এলাকার উপর দিয়ে প্রবাহিত বংশাই নদীর পাড়ে ভেকু বসিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শুধুমাত্র রাতের আঁধারে বালু কাটা হচ্ছে। কর্তনকৃত এই বালু ড্রাম ট্রাক দিয়ে পরিবহন করা হচ্ছে। ড্রামট্রাক ভর্তি বালু পরিবহন ও কর্তন করার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে জনগুরুত্বপূর্ণ পৌলি রেলসেতু, ব্রিজ ও শহর রক্ষা বাঁধ।
এ ছাড়াও বালু পরিবহনের জন্য ফসলি জমি কেটে রাস্তা তৈরি করার ফলে অনেক কৃষক তাদের জমিতে ফসল বুনা থেকে বঞ্চিত হচ্ছে। বালু কাটা চক্রটি অত্যান্ত প্রভাবশালী হওয়ায় প্রান্তিক কৃষকরা কোন প্রকার প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এ ছাড়া বালুবাহী ট্রাকের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয়রা।
প্রতিনিয়ত বালু বাহী ট্রাক ও লাইসেন্স বিহীন ড্রাম ট্রাকের কারণে যানজট ও ভোগান্তিতে পড়ছে পৌলি, এলেঙ্গা ও রাস্তায় চলাফেরা করা সাধারণ জনগন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, পৌরসভার ৯ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু কেটে বিক্রি করে আসছে স্থানীয় ও টাঙ্গাইল শহর থেকে আসা ভাড়াটিয়া প্রভাবশালী বালুখেকো সাইফুল,কাদের,সুজন গংরা। এদের বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। আর কেই প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখায় তাদের।
এ ছাড়াও দিনরাত বালুভর্তি ট্রাক যাতায়াতের কারণে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে। ট্রাক চলাচলের শব্দে রাতে বাসা বাড়িতে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। ট্রাকে ওড়ানো বালি বাসায় উড়ে গিয়ে আসবাপত্রসহ খাদ্য সামগ্রী নষ্ট করছে।
এ বিষয়ে বালু ব্যবসায়ী মোস্তফা জানান, তিনি হাইকোর্টের রিট নিয়ে নদী থেকে নয় তার ক্রয়কৃত জমি থেকেই বালু কেটে বিক্রি করছে। অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান স্থানীয় প্রশাসন ম্যানেজ করেই তিনি এ ব্যবসা করছেন।
অবৈধভাবে এই রেল সেতুর নিচ থেকে বালু কর্তনের বিষয়ে রেলওয়ে পুলিশের ইনচার্জ বলেন আমি বিষয়টি অবগত নই তবে আজরাতেই আমি ব্যবস্থা গ্রহণ করব।
কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.নাহিদ হোসেন সংবাদকর্মিকে জানান, আমি বিষয়ে অবগত নই আপনি ইউএনও স্যার অথবা ডিসি স্যারকে জানান ।
অবৈধভাবে নদী থেকে বালু কর্তনের বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হুসেইন জানান, আমরা দুইদিন আগে অভিযান পরিচালনা করেছি, রেলসেতুর নিচে থেকে মাটি কাটা হচ্ছে এই বিষয় টি আমার জানানেই তবে সরেজমিনে গিয়ে অব্যশই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, গত ৯ই মার্চ বৃহস্পতিবার রাতে এলেঙ্গা পৌরসভার পৌলি আদর্শ গুচ্ছ গ্রামের মোস্তফা মিয়ার ১৩ বছরের শিশু সন্তান মো. আরাফাত মিয়া বালু বাহী ট্রাকের নিচে চাপা পরে নিহত হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ টি প্রচার হলেও মোটা অংকের টাকা জরিমানা ও প্রশাসনের সাথে আলোচনা করে বিষয়টি ধামাচাপা দেয় প্রভাবশালী বালুখেকোরা।
যুগধারা ডট টিভি/অন্তু