বাড়তে পারে ঈদুল আজহার ছুটি

Spread the love

যুগধারা ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। পরবর্তীকালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ঈদের সময় মানুষ যেন সহজে গ্রামে যেতে পারে সেজন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

প্রসঙ্গত, জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, আগামী ২৮ জুন সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর পরদিন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে উদযাপিত হবে মুসলমানদের এই সর্ববৃহৎ উৎসব।

সে হিসাবে ২৯ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত ঈদের আগে একদিন ও পরে একদিন মিলিয়ে মোট তিনদিন সাধারণ ছুটি দিয়ে থাকে সরকার। 

যদি সব ঠিক থাকে তবে এবার ঈদুল আজহার ছুটি হওয়ার কথা ২৮ থেকে ৩০ জুন। এদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই ছুটি ২৭ থেকে শুরু করার সুপারিশ করেছে। সেক্ষেত্রে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন। 

এ দিকে এবার ঈদুল আজহায় এমনিতেই চারদিন ছুটি থাকছে। কেননা ঈদের পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। যদি ২৭ জুনও সরকার ছুটি দেয় তবে মোট ছুটি হবে পাঁচ দিনের।

যুগধারা ডট টিভি/অন্তু