স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শওকত আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী, ব্র্যাক মাইগ্রেশনের প্রোগ্রাম অর্গানাইজার শামীম হোসেন প্রমুখ। এসময় অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা এনজিও এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে সেবাগ্রহিতা আয়নাল, দিপক ও উজ্জল তাদের জীবনে ঘুরে দাঁড়ানো এবং এর পিছনে ব্র্যাকের অবদান নিয়ে আলোচনা করেন।