বাসাইলে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

Spread the love

অর্ণব আল আমিন ঃ

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর অব্যাহত ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদীতীরেই মানববন্ধন করেছে এলাকাবাসী।  

মঙ্গলববার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কাঞ্চনপুর পশ্চিম পাড়া এলাকার নদীর তীরে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঝিনাই নদীর ভাঙন কবলিত এলাকার  দুই শতাধিক মানুষ। 

তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাই নদীর ভাঙনে কাঞ্চনপুর পশ্চিম পাড়ার বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এ এলাকার অনেক মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কার্যকর ব্যবস্থা না নিলে বিলিন হয়ে যেতে পারে আরো বহু মানুষের বসতবাড়ী, মসজিদ ও সরকারি স্কুল। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলাল মিয়া, ছানোয়ার হোসেন, ফরহাদ মিয়া, রেখা বেগম, রউশন আরা, বিলকিস প্রমুখ।

ভূক্তভোগীরা ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেন।