বাসাইলে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা

Spread the love

অর্ণব আল আমিন:

টাঙ্গাইলের বাসাইলে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বাসাইল কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হুদা খান বাহাদুর,বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ প্রমুখ।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বিজয়ীসহ অন্যান্য ছাত্র-ছাত্রী, ক্রীড়া সংস্থার ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।