বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই – জোয়াহের এমপি

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আজকে বাংলাদেশে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মূলত তাদের প্রতিবাদ করাল লক্ষেই আজকের আমাদের এ কর্মী সমাবেশ। কর্মী সমাবেশে আমরা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই।
শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা স্কুল মাঠে কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সব সমস্যা মোকাবেলা করে বাঙালি জাতি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বন্যা-খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বৈশ্বিক সমস্যা করোনাভাইরাস মোকাবেলায়ও সরকার সফলতা দেখিয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট নিয়ে পূর্নরায় আওয়মী লীগকে ক্ষমতা আনার জন্য তিনি সকলের কাছে আহবান জানান।
তিনি নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, বিএনপি’র হটকারীর রাজনীতির বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে।

কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যাপক আলীম মাহমুদ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুর। কর্মী সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সঙ্গসঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।