বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে আ.লীগের শান্তি সমাবেশ

Spread the love

ভূঞাপুরে প্রতিনিধি:
বিএনপি-জামায়াতে ইসলামের দেশব্যাপি হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে মিছিল এবং শান্তি সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল থেকেই ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে এ শান্তি সমাবেশ করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মশিউজ্জামাল রোমেল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে হরতাল-অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করা হয়।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহসভাপতি স্মরণ দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, ইউপি চেয়ারম্যান শাহআলম আকন্দ, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ। অপরদিকে, খন্দকার মশিউজ্জামাল রোমেল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে পৃথক একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন- অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. লিয়াকত হোসেন খান (মাস্টার), অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সংম্পাদক মো. আব্দুস ছাত্তার মন্ডল, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন রনি, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন সরকার, গাবসারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছানোয়ার হাসান সরকার উজ্জল প্রমুখ।