স্টাফ রিপোর্টার ঃ মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবন্ধি শিশুদের মাঝে শিশু খাদ্য খেলাধুলার সামগ্রী উপহার প্রদান করেছেন ক্লিন টাঙ্গাইল পরিবার। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। ক্লিন টাঙ্গাইল আয়োজিত অনুষ্ঠানে ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন শাহীন চাকলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও ক্লিন টাঙ্গাইলের প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরন। অনুষ্টানটি উদ্ধোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি মোঃ জাফর আলী খান, ফাতেমা মানব কল্যান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাছিম আহম্মেদ প্রশূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্লিন টাঙ্গাইলের যুগ্ম-সম্পাদক আবু আহমেদ শেরশাহ।