টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে উঁচু ভবন কিন্তু অধিকাংশ ভবন নির্মানে নিরাপত্তার বালাই নেই। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী গার্লস স্কুল পুকুরপাড় রোডে তৈরি হচ্ছে বহুতল ভবন।
নির্মান কাজে নেই নিরাপত্তা ব্যবস্থা। প্রায়ি ঘটছে দুর্ঘটনা। কিছুদিন আগেও একজনের মৃত্যু হয়েছে টাকার বিনিময়ে হয়েছে মীমাংসা ।
এছাড়াও একাধিক মানুষের ওপরে ফেলেছে ইট, কাঠ,বাঁশ, রড, সিমেন্ট নির্মাণ সামগ্রী তবু টনক নড়েনি ভবন কর্তৃপক্ষের।
প্রভাব খাটিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা না করেই কাজ করছে ভবনটির।
চিত্রশিল্পী রাজন বলেন, আমি ভবনটির পাশের স্কুলের দেয়ালে ছবি আঁকছিলেলাম এসময় আমার ওপরে একটি ইট পরে একটুর জন্য প্রাণে বেঁচে যাই।
পাশের ভবন শিশুদের স্কুল। নওশাদ রানা সানভী স্কুলটির পরিচালনা করেন। তিনি বলেন নির্মাণ সামগ্রী ফেলে নিয়মিত অত্যাচার করছে ভবনটি থেকে ।
শিশু ও অভিভাবকদের ওপরে নির্মাণ সামগ্রী ফেলে বারবার। অভিযোগ জানালেও তোয়াক্কা করেনা। এছাড়া স্কুল ভবেনের মালিকের স্ত্রীর ওপরেও রড পড়েছে ও নির্মাণ সামগ্রী ফেলে স্কুলের জানালাও ভেঙ্গেছে একাধিক বার।
সাইট ইঞ্জিনিয়ার আবুল কালাম বলেন, শ্রমিকের গাফিলতিতে এধরনের ঘটনা ঘটেছে শ্রমিক পরির্বতন করে কাজ করব। আজ কাজ বন্ধ করে দিয়েছি।
ভবনের মালিক পক্ষ শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক বলেন, সেপ্টি দেয়া আছে আরো সতর্ক ব্যবস্থা নেয়া হবে । এর আগে শ্রমিক মারা গিয়েছে ওটা তাদের ভুলের কারনে।