ভাসানীকে যদি আমরা সম্মান না দিতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দেয়া হবে না- কাদের সিদ্দিকী

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ গতকাল ১৭নভেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতার মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর রুহের মাগফেরাত কামনা শেষে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন-“মাওলানা ভাসানীর মত একজন মানুষ! তাকে যদি আমরা যথাযথ সম্মান না দিতে পারি তাহলে যে যাই বলুক আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কোন সম্মান দিতে পারবো না” তিনি আরো বলেন, আমার খুব কষ্ট হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গবন্ধু, বিএনপি ক্ষমতায় এলে তখন জাতির পিতা হচ্ছে জিয়াউর রহমান। তিনি জাতির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন, যদি কখনো জাতীয় পার্টি আবার ক্ষমতায় যায় তাহলে হোসাইন মোহাম্মদ এরশাদ কি জাতির পিতা হবে? এই যে আমাদের দৈন্যতা, এখান থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি, যথাযথ সম্মান করতে পারি, মানুষের অভাবকে আমরা বুঝতে পারি, মানুষের কষ্টকে হৃদয় দিয়ে লালন করতে পারি, তাহলেই হবে মাওলানা ভাসানীর জন্মদিন, মৃত্যুদিন পালনের সার্থকতা। তিনি বলেন, হুজুর মাওলানা ভাসানীর ইসলামী বিশ্ববিদ্যালয় করার খুব শখ ছিল, শেষ পর্যন্ত সেটা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, এখান থেকেও যদি মানুষ তৈরি হয়! মানুষের সেবক তৈরি হয়! তাহলেও মনে হবে হুজুর মাওলানা ভাসানীর চাওয়া সার্থক হয়েছে। আমাদেরও তার প্রতি শ্রদ্ধা নিবেদন সার্থক হয়েছে।