ভূঞাপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ইশরাত জাহানের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টায় ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন সরকার, দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহিম মিয়া, মোঃ রফিকুল ইসলাম রবি, কাজি গোলাম রব্বানী ইমরান, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমান প্রমুখ।