স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ভূঞাপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিএনপি ও তার অঙ্গ সংগঠন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিক্ষোভ মিছিল করে।
ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে ভূঞাপুর উপজেলা বিএনপি সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ইসকনের কার্যক্রম দ্রুত বন্ধের দাবী করে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির সম্পাদক লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম সম্পাদক রাজিব হোসেন কফিল, ছাত্র দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী শাহিন, মনিরুজ্জামান তরফদার মিন্টু প্রমূখ।