কোরবান আলী তালুকদার :
টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ একলাচ উদ্দিন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি পেশায় একজন দিনমজুর।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একলাচ উদ্দিন চর অলোয়া গ্রামের মোঃ সোহরাব আলী মুন্সির বড় ছেলে। পরিবারের দাবি একলাচ উদ্দিন মানসিক রোগী থাকায় নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, একলাচ উদ্দিন অনেক দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। সকাল বেলা একলাচের মা খাবারের জন্য তাকে ডাকতে গেলে দেখে বসতঘরের ধর্নার সাথে রশি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলে আছে।
পরে তার মা’র ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাকে রশি কেটে ধর্না থেকে নিচে নামায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার এসআই আরফান আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসি। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
যুগধারা ডট টিভি/অন্তু