ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি:
“একটাই যুক্তি,শিক্ষাই মুক্তি, লেখা পড়া করবো সোনার বাংলা গড়বো।” এই স্লোগান কে সামনে রেখে টাংগাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠন নানা কর্মসূচি পালন করে।
২৫ শে জানুয়ারি (বুধবার) ইবানী শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব মোঃ বেলাল হোসেন, সংগঠনের সম্মানিত উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক , প্রেস ক্লাবের সহ সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, ইবানী শিক্ষালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, সংগঠনের আহ্বায়ক রোকনুজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল করিম রানা, সদস্য সচিব আরিফ হোসেন, ইমন, সাদিক, সুজন, রুমন, সাদীদ সদস্য রিসাত, মুন্না প্রমুখ।