ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

Spread the love

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

বেতন স্কেল ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ করেন। শিক্ষক সমিতির সভাপতি রাসেল পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম, ত30সলিমুল ইসলাম, শহিদুজ্জামান খান, আব্দুস সালাম মিয়া, রফিকুল ইসলাম জিন্নাহ, মিজানুর রহমান, আসাদ প্রমুখ।