স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়ছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কৃষি হলরুমের পাশে নির্মাণ কাজ ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতির সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।