স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ভূঞাপুর চক্ষু হাসপাতালের নারী কর্মচারীকে সাময়িক বহিস্কার করার কারণে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেয়ার দুইপর খুলে দিয়েছে সেনাবাহিনী। এরআগে গত ১ নভেম্বর দুপুরে খন্দকার জাহাঙ্গীর হোসেন ও জুলহাস উদ্দিনের নেতৃত্বে কয়েকজন গিয়ে হাসপাতালের কর্মকর্তা/কর্মচারী ও রোগীদের বের করে দিয়ে হাসপাতালে তালা লাগিয়ে দেয়। পরে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিকার চেয়ে ক্যাম্প কমান্ডারের কাছে রবিবার (৩ নভেম্বর) লিখিত অভিযোগ দেয়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিকেলে হাসপাতালে লাগানো তালা ভেঙে খুলে দেয়।
সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে হাসপাতালের কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
ভূঞাপুর চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মতিয়ার রহমানের লিখিত অভিযোগ জানা যায়, হাসপাতালের কর্মচারী খাদিজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও শৃঙ্খলাভঙের দায়ে কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিস্কার করা হয়। বহিস্কারের কারণে পশ্চিম ভূঞাপুরের খন্দকার জাহাঙ্গীর হোসেন ও ঘাটান্দির জুলহাস উদ্দিনের নেতৃত্বে ২০/২৫জন হাসপাতালে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ লেখার সময় ওই কাগজটিও ছিনিয়ে নেয় এবং হাসপাতালের এডমিন ইনচার্জ হাতেম আলী খানকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।
স্থানীয় রকিবুল ইসলাম ভূইয়া জানান, হাসপাতালটিতে অত্র অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অল্প টাকায় চোখের চিকিৎসা নেয়। প্রকাশ্যে এইভাবে হাসপাতালে তালা লাগিয়ে দেয়া উচিত হয়নি।
ভূঞাপুর চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মতিয়ার রহমান বলেন, হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকায় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিস্কার করেছে। সেখানে বিএনপির নেতারা কর্মী বাহিনী এসে তালা ঝুলিয়ে দিয়েছে। এটা তারা সমাজবিরোধীর কাজ করেছে। শুধু তাই না হাসপাতালের এক কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্চিত করেছে। থানায় কোন অভিযোগ নেয়নি। পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দেয়ার পর রবিবার বিকেলে তারা তালা ভেঙে খুলে দিয়েছে। ফলে সোমবার সকাল থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।