ভূয়াপুরে মহিলা সমাবেশ

Spread the love

স্টাফ রিপোর্টার:

মহান মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে জন সম্পুত্ততা বৃদ্ধির লক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঙ্গনে মহিলা সমাবেসের আয়োজন করা হয়। হাঙ্গার প্রজেক্টরের এলাকা সমন্বয়কারী মো: মাহমুদ আলীর সঞ্চালনয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম।
বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, ফলদা শরিফুন্নেছা বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সন্তোষ কুমার দত্ত এবং ভূঞাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মমতাজ খানম। সমাবেশে বক্তারা নারীর সচেতনতা বৃদ্ধির উপর জোর আরোপ করে বলেন বর্তমান সময়ে দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদের সমান তালে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আতœবিশ^াসী হয়ে দেশের উন্নয়নে অংশ গ্রহণ করতে হবে। বক্তারা বলেন বর্তমান সময়ে সমাজে যে সব সংকট দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম হলো বাল্য বিবাহ, মাদ্রক আসক্ত পারিবারিক ভাঙ্গণ ইত্যাদি। এসব সংকট থেকে উত্তরণ করতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা তাছাড়া বক্তারা পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর জোর আরোপ করে বক্তব্য প্রদান করেন।
উক্ত মহিলা সমাবেশে প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
মহিলা সমাবেসে সভাপতিত্ব এবং সমাপনী বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত।