মধুপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Spread the love

নাজিবুল বাশার ঃ

টাঙ্গাইলের মধুপুরে “এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে কার্যক্রম  শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার( এমওডিসি ) ডা. ছানোয়ার হোসেন। 

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা হেলাল উদ্দিন, কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ  ডা. গোলসানারা, চর্ম রোগ বিশেষঞ্জ ডা.নন্দিতা ঘোষ, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

 এ সপ্তাহের জন সচেতনতার মাইকিং করা হচ্ছে। ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পযর্ন্ত চলবে এ সপ্তাহ।