মধুপুর টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে মধুপুর উপজেলা প্রশাসন। ১৪ ডিসেম্বর শনিবার সকালে এ কর্মসুচি পালন করেছে।
ভোরে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষক, সুধিজন ও গণমাধ্যমকর্মীসহ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।
শহীদের প্রতি শোক র্যালি নিয়ে বংশাই নদীর তীরে শহীদ মিনারায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ তালুকদার, দৈনিক আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর প্রমূখ।