স্টাফ রিপোর্টার:
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন,কালিহাতীর মানুষের ভালবাসার প্রতিদান দিতে নির্বাচনে এসেছি। এ ভালবাসা বঙ্গবন্ধু শেখ মজিবরের প্রতিভালবাসা। এ ভালবাসা মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের প্রতি ভালবাসা। আমি ভালবাসা নিয়ে এসেছি,অস্ত্র ও ঘুষ নিয়ে আসিনি। রোববার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে তার ট্রাক প্রতীকে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার ৬৫ বছরের রাজনৈতিকে কিছু ষড়যস্ত্রকারি কলঙ্কিত করে দিয়েছে।ওরা দ’ুজন(কাদের সিদ্দিকী,লায়লা সিদ্দিকী) মনে হয় আমাকে কলঙ্কের হাত থেকে আমাকে রক্ষা করলো। মানুষ আমাকে যেভাবে ভালবেসে গ্রহণ করেছে। সে ভালবাসায় সত্যিকার অর্থে আমার মনের সকল গ্লানি ও দু:খ দুর হয়ে গেছে।আমি এই মাঠে দাড়িয়ে ঘোষনা করছি,বাংলার মানুষের অধিকার আদায় ও শান্তির লক্ষে প্রয়োজনে আমার জীবন দান করবো।
তিনি আরো বলেন,কালিহাতীর মানুষ যারা লাঞ্চিত হয়েছে,বঞ্চিত হয়েছে,তাদের ক্লান্তি দুর করবো। তাদের জন্য আমি সকল বর্জ ট্রাকে তুলে স্তুপে ফেলে কালিহাতী পরিস্কার করবো। সখিপুরে কাদের সিদ্দিকিীর গামছা দিয়ে ধুয়ে মুছে আবর্জনা দুর করবো।
বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন,কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী,সাবেক এমপি লায়লা সিদ্দিকী,সাদত কলেজে ভিপি আজাদ সিদ্দিকী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,এরশাদ আলী বিএসসি,মতিয়ার রহমান মতি, আসাদ নেতা,বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনছারী,আসু মেম্বারসহ লতিফ ভক্তরা।এসময় স্কুল ও মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। হাজার হাজার জনগননের মখে ট্রাক ট্রাক শ্লোগানে মুখরিত পুরো মাঠ ।
এসময় কাদের সিদ্দিকী বল্লা মুক্তিযুদ্ধেও সৃতিচারণ করে বলেন,মানুষ বলেছেন আবদুল আলী সিদ্দিকীর ছেলে বজ্র ওই করবে যুদ্ধ। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তি মানুষ বলছে,বলছিলাম এরাই দেশ স্বাধীন করবে। শেষে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।