স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুরে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এই এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অন্তত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ৪টি ইভেন্ট ও ৯ম-১০ম শ্রেণী পর্যন্ত ১২ ইভেন্টে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টের মধ্যে দৌড়, জাম্প, জেবলিন থ্রো, ডিসকাস ইত্যাদি ছিলো বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।