মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

Spread the love

স্টাফ রিপোর্টার :

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১২ জুন) রাতে মিছিলটি টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো.আকরাম আলী, সহ-সভাপতি আলহাজ্ব মো.আব্দুল কাদের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান, জাতীয় শিক্ষক ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু প্রমুখ।

যুগধারা ডট টিভি/অন্তু