যুগধারা ডেস্ক :
রাঁধুনী কীর্তিমতি সম্মাননা-২০২২ পেয়েছেন চারজন কৃতী নারী। ক্রীড়া, সাংবাদিকতা, সমাজকল্যাণ ও ব্যবসায় উদ্যোগ ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেয় স্কয়ার গ্রুপ।
সম্মাননাপ্রাপ্তরা হলেন খুলনার ক্রীড়াবিদ রেহানা পারভীন, রংপুরের সাংবাদিক লাবণী ইয়াসমিন, বরিশালের উদ্যোক্তা নাজমুন নাহার রীনা, ময়মনসিংহের হিতৈষী সেলিনা আক্তার। রাজধানীর একটি হোটেলে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০২২ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আকরাম খান, উমেন অন্ট্রাপ্রেনিউরস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এমএ মালেক, ওয়ান্ডার ওমেনের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন এবং স্কয়্যার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।
এবারের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনিরা রহমান প্রমুখ।
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়