লখনউকে বিদায় করে কোয়ালিফায়ারে মুম্বাই

Spread the love

যুগধারা ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টস। চেন্নাইয়ের এই ম্যাচটি হয়েছে একপেশে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের কাছে ৮১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লখনউ।

চিপক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে মুম্বাই।

৩৮ রানে দুই ওপেনার রোহিত শর্মা (১১) ও ইশান কিষাণকে (১৫) হারিয়েছিল তারা। এরপর দলের হাল ধরেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন এই দুজন। তবে আফগান পেসার নাভিন-উল-হকের করা ১১ তম ওভারে দুজনই সাজঘরে ফিরেন।

গ্রিন দলের হয়ে সর্বোচ্চ ৪১ ও সূর্য বিদায় করেন ৩৩ রান। শেষ দিকে নেহাল ওয়াদেরার ১২ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন।
লখনউয়ের পক্ষে নাভিন ৪টি ও যশ ঠাকুর নেন ৩ টি উইকেট।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আকাশ মাধওয়ালের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লখনউয়ের ব্যাটাররা।

সর্বোচ্চ ৪০ রান আসে মার্কাস স্টইনিসের ব্যাট থেকে। বাকিরা ২০ এর ঘরও পেরোতে পারেননি। ৩ দশমিক ৩ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নেন ডানহাতি পেসার আকাশ।

তার বোলিংয়ে নাকাল হয়ে সাজঘরে ফিরেন প্রেরাক মানকড় (৩), আয়ুশ বাদোনি (১), নিকোলাস পুরান (০), রবি বিষ্ণোই (৩) ও মহসিন খান (০)। লখনউ গুটিয়ে যায় মাত্র ১০১ রানে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ২৬ জুন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। এই ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।

যুগধারা ডট টিভি/অন্তু