সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিল তিন বোন

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তিন সহোদর বোন চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এলাকায় আলোচনায় সৃষ্টি করেছে।

পরীক্ষার্থীরা হলেন- বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম।

তারা সখীপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।

রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তারা।

এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন জানান, ওই তিন বোনই মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে।

এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুগধারা ডট টিভি/অন্তু