সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকার মো. নরুল ইসলামের ছেলে ওয়াশিম মিয়ার (৩২) বাড়িতে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।
সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় ওই গাঁজা ব্যবসায়ীর নামে নিয়মিত মামলা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
সখীপুর উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে দেড় কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে।
আমাদের উপস্থিতি টের পেয়ে ওই গাঁজা ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় গাঁজা ব্যবসায়ীর নামে মাদক আইনে নিয়মিত মামলা হবে বলেও তিনি জানান।
যুগধারা ডট টিভি/অন্তু