সখীপুরে শীতার্ত মানুষের পাশে লাবীব গ্রুপ

Spread the love

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ঠান্ডা বাতাস ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষ সময়মত কাজে যেতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে। শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।

এ অঞ্চলের শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লাবীব গ্রুপ। রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার কা‌লিয়া, বড়চওনা ও কাকড়াজান ইউনিয়নে ৩ হাজার শীতার্ত‌ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লাবীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন। 

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, লাবীব গ্রুপের একাউন্ট অফিসার আয়েতুল্লাহ, লাবীব গ্রুপের কর্মকর্তা মাইনুল ইসলাম মুক্তা, নজরুল ইসলাম সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এ সময় লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির জানান, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি মহোদয় সব সময়ই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। 

তিনি আরও জানান, আজ তিন সহস্রাধিক শীতে কষ্ট পাওয়া মানুষের মধ্যে সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব কয়েকটি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশন। 

এদিকে, শীতে কষ্ট পাওয়া বয়োবৃদ্ধ নারী-পুরুষ শীতের গরম কাপড় পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।