সখীপুরে সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Spread the love

সখীপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

শনিবার (১৭ জুন) দুপুরে সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক নাদিম বাংলানিউজ ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা ছিলেন।

সখীপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও শাকিল আনোয়ার।

মানববন্ধনে এসময় বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের খুনিদের ফাঁসির দাবি জানান।

সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে সাবেক সভাপতি ও ইকবাল গফুর, নয়া শতাব্দী প্রতিনিধি তাইবুর রহমান, সমকাল প্রতিনিধি এনামুল হক, ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, যুগান্তর প্রতিনিধি মাসুদ রানা, মানবজমিন প্রতিনিধি মোজাম্মেল হক সজল, আমার সংবাদ প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, দেশ রূপান্তর প্রতিনিধি জুয়েল রানা, সংবাদের প্রতিনিধি জুলহাস গায়েন, ভোরের কাগজ প্রতিনিধি আমিনুল ইসলাম হাবিব, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ইসমাইল হোসেন, জনবাণী প্রতিনিধি শরিফুল ইসলাম বাবুল,কালবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান রিমন, দৈনিক বাংলার প্রতিনিধি মোস্তফা কামাল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সজল আহমেদ, স্বাধীন বাংলার প্রতিনিধি সোহেল রজত ও ভোরের পাতার প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (১৪ জুন) রাতে তাঁর ওপর এ হামলা হয়। পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাটহাটি পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর রাত ১২টায় সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ১৫ জুন বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।