সখীপুরে ৪৭পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার

Spread the love

জুয়েল রানা:
৪৭পিস ইয়াবাসহ লাবিব বিন বিল্লালকে (২০) টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। তিনি ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার জেলখানা মোড়ের কুঁড়েঘর কফি হাইস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া লাবিব বিন বিল্লাল উপজেলার আড়াইপাড়া গ্রামের বিল্লাল হোসেন (বিল্লাল মেম্বার) এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর নয় সদস্যসের একটি বিশেষ দল সখীপুর উপজেলা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও একজন সুমন মিয়া(৩০) পালিয়েছে।

তিনি আরও বলেন, লাবিব দীর্ঘদিন ধরে সখীপুর উপজেলাসহ টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে ইয়াবা বিক্রি ও সরবরাহ করে আসছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রেজাউল করিম বলেন, ইয়াবা ব্যবসায়ীর নামে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।